প্রথম ওয়ানডেতে উড়ে গেলো নিউজিল্যান্ড
গতিতে ঝড় তুললেন নাসিম শাহ। একাই নিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডও আটকে গেলো ২৫৫ রানে। তিন ফিফটিতে হেসেখেলেই এই লক্ষ্য পেরিয়ে গেলো পাকিস্তান।
সোমবার রাতে করাচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৬ উইকেট আর ১১ বল হাতে রেখে হারিয়েছে বাবর আজমের দল। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০তে।
টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। মজার ব্যাপার হলো, লড়াকু পুঁজি পেলেও পাকিস্তানি বোলারদের তোপে কিউই ব্যাটারদের কেউ ফিফটি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান (৪২ বলে) করেন মাইকেল ব্রেসওয়েল। টম লাথাম ৪২, গ্লেন ফিলিপস ৩৭ এবং ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৩৬ রান।
নাসিম শাহ ৫৭ রানে নেন ৫টি উইকেট। দুটি উইকেট উসামা মীরের।
জবাবে ইমাম উল হক ১১ করে ফিরলেও এরপরের সব ব্যাটারই রান পেয়েছেন পাকিস্তানের। আরেক ওপেনার ফাখর জামান করেন ৫৬। বাবর আজম ৬৬ আর হারিস সোহেল আউট হন ২৩ বলে ৩২ রানের ছোটখাটো ঝড় তুলে। ৮৬ বলে ৬ চার আর ১ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।