২ কোটি ৩৭ লাখ দর্শনার্থী পেয়েছে দুবাই

স্টাফ রিপোর্টার

সদ্যসমাপ্ত বছরে প্রায় ২ কোটি ৩৭ লাখ দর্শনার্থী পেয়েছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাণিজ্যিক নগরীতে ভ্রমণকারীর সংখ্যা ২০২১ সালের তুলনায় ৮৯ শতাংশ বেড়েছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পরই শহরটিতে ভ্রমণের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। খবর দ্য ন্যাশনাল।

দুবাই মিডিয়া অফিস একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে শহরটির ভ্রমণকারীদের মধ্যে ২ কোটি ১৮ লাখ বিমানবন্দরের মাধ্যমে গেছে। পাশাপাশি ১৬ লাখ ইউএই ও ওমানের মধ্যকার হাট্টা বর্ডার ক্রসিং এবং সমুদ্রবন্দর দিয়ে ২ লাখ ৪২ হাজার ৭০০ জন দুবাই ভ্রমণ করেছেন।

অতিবিলাসী হোটেল ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত শহরটি ইংরেজি নববর্ষের প্রাক্কালেই ১ লাখ ৭ হাজার ৮২ জনেরও বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করেছিল। তাদের মধ্যে ৯৫ হাজার ৪৪৫ জন বিমানবন্দর, ৬ হাজার ৫২৭ জন হাট্টা বর্ডার ক্রসিং এবং ৫ হাজার ১০ জন গেছে জাহাজে করে।

এভিয়েশন খাতের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির মাসিক ওয়ার্ল্ড’স বিজিয়েস্ট এয়ারপোর্টস প্রতিবেদন অনুসারে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডিসেম্বরেও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম অবস্থান ধরে রেখেছে। এক্ষেত্রে বিমানবন্দরটি লন্ডনের হিথরোর মতো অন্যান্য প্রধান হাবের চেয়ে এগিয়ে রয়েছে। ডিসেম্বরে বিমানবন্দরটি ৪৬ লাখ যাত্রীর রেকর্ড গড়েছে। এ সংখ্যা নভেম্বরের চেয়ে ৪ শতাংশ এবং দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিথরোর চেয়ে ১০ লাখ যাত্রী বেশি।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেন, সরকারের নিরাপত্তা ব্যবস্থা, পর্যটক আকর্ষণের ক্রমবর্ধমান তালিকা এবং দুই বছর ধরে চলা লকডাউন শিথিলের পদক্ষেপ শহরটিকে বিদেশী দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

কভিডজনিত বিধিনিষেধ তুলে দেয়ার পর গত বছরের মাঝামাঝিতে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে শক্তিশালী ভ্রমণের চাহিদা পেয়েছে উপসাগরীয় শহরটি। প্রধান কয়েকটি ইউরোপীয় বিমানবন্দরের তুলনায় শহরটি অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার থেকে উপকৃত হয়েছে। কয়েক বছর ধরেই উপসাগরীয় দেশগুলো জ্বালানি তেলনির্ভরতা থেকে বেরিয়ে অর্থনীতি বৈচিত্র্যকরণে মনোযোগ দিয়েছে। সেক্ষেত্রে পর্যটন খাত নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইউএই বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাথমিক হিসাব বলছে, ২০২২ সালে ৬ কোটি ৪৩ লাখ যাত্রী বিমানবন্দরটি দিয়ে ভ্রমণ করেছে। এ সংখ্যা গত আগস্টে দেয়া পূর্বাভাস ৬ কোটি ২৪ লাখের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি। বছরের তৃতীয় প্রান্তিকে শক্তিশালী ভ্রমণ চাহিদা পুরো বছরের যাত্রী পরিসংখ্যান পূর্বাভাসকে ছাড়িয়ে যেতে সহায়তা করেছে।

দুবাই ডিপার্টমেন্ট ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের প্রধান নির্বাহী ইসাম কাজিম বলেন, পর্যটকদের মধ্যে দুবাই ভ্রমণের ক্ষুধা এখনো আছে। আমরা এখন নতুন ও বৈচিত্র্যময় উৎসের বাজারে পরিণত হচ্ছি। সে চাহিদা কাজে লাগিয়ে আমরা কৌশলগত পদ্ধতি গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *