সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর বেড়েছে ১৪ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর ছিল ১৮৬ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ টাকা ২০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা বা ১৩ দশমিক ৬৬ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা আর্থিক মূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সি পার্ল বিচ রিসোর্টের পরিচালন মুনাফা হয়েছে ৪২ কোটি ৯৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৬ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন মুনাফা বেড়েছে ২৬ কোটি ৬৫ লাখ টাকা বা ১৬৩ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১ কোটি ৫ লাখ টাকা কর-পরবর্তী লোকসান হয়েছিল কোম্পানিটির।