আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না:ইমরান আহমদ
দলীয় লোকজন ছাড়া আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন, দলে নবাগতরা এলেও পুরোনোদের প্রাধান্য দিতে হবে। খারাপ লোকদের এনে দল ভারীর দরকার নাই।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ চরম উন্নতির দিকে এগুচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, সারা বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে তিনি একটি স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও গৌরবের অর্জনগুলো জনগণের কাছে প্রচার করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির প্রধান ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ।