ডিজেল রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধির পথে রাশিয়া

স্টাফ রিপোর্টার

ডিজেল রফতানিতে চলতি মাসে ব্যাপক প্রবৃদ্ধি দেখতে পাচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই সর্বোচ্চ পরিমাণ রফতানি নিশ্চিত করতে চান দেশটির ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রফতানিতে উল্লম্ফনের আশা দেখা দিয়েছে। খবর আরটি।

রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চলছে। আগামী মাসে নতুন করে ডিজেলসহ পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর প্রভাবে রাশিয়ার জ্বালানি পণ্য বিক্রিতে ধস নামতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শিল্পসংশ্লিষ্টদের দেয়া তথ্যানুযায়ী, চলতি মাসে বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে রাশিয়ার ডিজেল রফতানি ডিসেম্বরের তুলনায় ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ২৬ লাখ ৮০ হাজার টনে। পরিকল্পিত রফতানি তিন বছরের সর্বোচ্চে উন্নীত হতে পারে।

৫ ফেব্রুয়ারি রুশ পেট্রোলিয়াম পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, ইউরোপকে উল্টো বিপদের মুখে ঠেলে দেবে এ নিষেধাজ্ঞা। কারণ ব্লকটি রুশ জ্বালানি পণ্যের ওপর অনেক বেশি নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *