ভিয়েতনামে স্যামসাংয়ের নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র
ভিয়েতনামে নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি) স্থাপন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। খবর আইএএনএস।
প্রযুক্তি জায়ান্টটির দাবি, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে বিদেশী প্রতিষ্ঠান হিসেবে স্যামসাংয়ের এ স্থাপনা সবচেয়ে বড়। হানোইতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী চেয়ারম্যান লি জাই ইয়ং বলেন, আমার আশা নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি ভিয়েতনামের প্রতিযোগিতামূলক বাজারকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের সম্পর্কোন্নয়নে প্রভাবক হয়ে উঠবে। ইয়োনহাপ নিউজ এজেন্সি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।
২২ কোটি ডলারে নির্মিত ১৬ তলা বিশিষ্ট ভবনে ২ হাজার ২০০ কর্মী কাজ করবে। এখানে সেলফোন, স্মার্ট ও নেটওয়ার্ক ডিভাইসের সফটওয়্যার এবং প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। ওয়্যারলেস ডিভাইসের জন্য এটিকে স্যামসাংয়ের গ্লোবাল টেকনোলজি ফুটহোল্ড বানানোর কথাও জানানো হয়েছে।