আগ্রহ হারানোর শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টাফ রিপোর্টার

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৬ দশমিক ৬৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৯২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫২৮ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে যা ছিল ৭২০ টাকা ৩০ পয়সা।

অবশ্য এই দরপতনের আগে মাত্র নয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম সাড়ে তিনশ টাকার ওপরে বাড়ে। গত ৩০ নভেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৮৫ টাকা ১০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে ১৩ ডিসেম্বর প্রতিটি শেয়ারের দাম ৮৪১ টাকা ৫০ পয়সায় ওঠে। এমন অস্বাভাবিক দাম বাড়ার পরই কোম্পানিটির শেয়ার পতনের মধ্যে পড়েছে।

শেয়ারের দামে এমন উত্থান-পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০২১ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ১০ শতাংশ, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ৬৩ পয়সা মুনাফা করেছে। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৭২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৯ পয়সা।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৫ লাখ ১৯ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকা।

২০ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি। এর মধ্যে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫৪ দশমিক ২৫ শতাংশ। আর ৫ দশমিক ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ আছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

ওরিয়ন ইনফিউশনের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল কোহিনূর কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ৯৭ শতাংশ। ১৪ দশমিক ২৩ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা।

গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা আমরা নেটওয়ার্কের দাম কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া বাংলাদেশ মনোস্পুল পেপারের ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ, জেমিনি সি ফুডের ১২ দশমিক ১৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১ দশমিক ৯৭ শতাংশ, আমরা টেকনোলজির ১১ দশমিক ৪০ শতাংশ, সোনালী আঁশের ১১ দশমিক শূন্য ৩ শতংশ এবং জেনেক্স ইনফোসিসের ১০ দশমিক ৯২ শতাংশ দাম কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *