অ্যামাজনে ছাঁটাই বেড়ে ২০ হাজার

স্টাফ রিপোর্টার

করপোরেট এক্সিকিউটিভসহ প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন। এর আগে শোনা গিয়েছিল, রিটেইল জায়ান্টটি সামনের মাসগুলোতে ১০ হাজার জনবল কমাবে। খবর এনডিটিভি।

বিশ্বব্যাপী ১৬ লাখের বেশি কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে অ্যামাজন। এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বিভাগের কর্মীরা নতুন সিদ্ধান্তের ফলে চাকরি হারাবে। এর মধ্যে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ ও প্রযুক্তি কর্মীরা অন্তর্ভুক্ত।

গত নভেম্বরে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যামাজন ১০ হাজার কর্মীকে বরখাস্তের পরিকল্পনা করছে। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হবে। তবে এখন বলা হয়েছে, সংখ্যাটি দ্বিগুণ হতে পারে।

গত কয়েক দিনে কর্মীদের পারফরম্যান্স-সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করতে পরিচালকদের মন্তব্য চেয়েছে অ্যামাজন।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্পোরেট কর্মীরা চুক্তি অনুযায়ী ২৪ ঘণ্টার নোটিশ ও বেতন পাবেন।

করোনা মহামারীর সময় সারা বিশ্বে অ্যামাজনের ব্যবসা ফুলেফেঁপে ওঠে। ওই সময় অতিরিক্ত কর্মী ও গোডাউন যোগ করতে হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই লোকসান দেখতে শুরু করেছে খুচরা পণ্য বিক্রয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক মন্দা ও মূল্যস্ফীতির প্রভাবে সারা বিশ্বে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। যার প্রভাব পড়েছে পুরো বাণিজ্য খাতে। বিশেষ করে প্রযুক্তি ও আর্থিক সংক্রান্ত করপোরেটগুলো কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। পাশাপাশি বড় ধরনের ছাঁটাইয়ে নেমেছে।

এর আগে অক্টোবরে ছুটির মৌসুমে বিক্রয় বৃদ্ধি শ্লথ হওয়ার পূর্বাভাস দেয় অ্যামাজন। সাধারণত এ সময়ের সর্বোচ্চ বিক্রির রেকর্ড হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *