মালয়েশিয়ায় নিম্নমুখী পাম অয়েলের মজুদ
মালয়েশিয়ায় গত মাসে পাম অয়েল উৎপাদন ছিল নিম্নমুখী। ফলে দেশটিকে চাহিদা মেটাতে আমদানি বাড়াতে হয়েছে। এ কারণেই নভেম্বরের শেষ দিকে পাম অয়েলের মজুদ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
মালয়েশিয়া পাম অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। রয়টার্সের সমীক্ষার তথ্যানুযায়ী, গত মাসে দেশটিতে পাম অয়েলের মজুদ এক মাসের ব্যবধানে দশমিক ৪৭ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৯০ হাজার টনে। ছয় ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে এ সমীক্ষা চালানো হয়েছে।
অক্টোবরের তুলনায় গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন ৫ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার টনে। সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভারকা বলেন, আবহাওয়ায় লা নিনার প্রভাবে গত মাসে জোরদার হয়েছে। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদনে।
গত মাসে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৩ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার টনে। আমদানি ১৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অর্থাৎ রফতানির তুলনায় আমদানি বেড়েছে অন্তত পাঁচ গুণ।