বাম পায়ে লিখেই এসএসসি পাস, নেই দুই হাত ও এক পা

স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়া উপজেলায় এক পায়ের আঙুল দিয়ে লিখে এবার এইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাসেল মৃধা। রাসেল জিপিএ ৩.৮৮ পেয়েছেন।

শারীরিক প্রতিবন্ধী হয়েও তাকে কোনো বাধাই পিছনে ফেলতে পারেনি। সব বাধা পিছনে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় রাসেল।

রাসেল মৃধা সিংড়া উপজেলার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাসেল।

রাসেলের জন্ম থেকে দুই হাত নেই, ডান পাও নেই। বাম পা থাকলেও স্বাভাবিকের চেয়ে ছোট। রাসেল ছোট থেকে স্বপ্ন দেখে পড়াশোনা শেষে বাবা-মার সব দায়িত্ব নেবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তার চেষ্টার কমতি নেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনের মাঝেও রাসেলের লেখাপড়ার প্রতি স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েনি। তার স্বপ্ন পূরণে পড়াশোনা করিয়ে চলেছে। রাসেল পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সামনের দিনগুলোও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে চায় রাসেল।

রাসেল মৃধা বলেন, ‘আমার দুটি হাত নেই, একটি পাও নেই। এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। সকলের দোয়ায় আমি পাস করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন সামনের দিনগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারি।’

রাসেল আরও বলেন, ‘আমার অনেক ইচ্ছা লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরি করবো। আমার বাবা-মার সব দায়িত্ব নিবো। তারা আমার জন্য অনেক কষ্ট করেছে।’

সুত্রঃ রাইজিংবিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *