ভেনেজুয়েলার জ্বালানি তেলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল
জ্বালানি তেল উত্তোলনে ভেনেজুয়েলার ওপর তিন বছর ধরে চলমান মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে। গতকাল শনিবার এই ঘোষণার পর পুনরায় সীমিত আকারে তেল উত্পাদনের অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রের শেভরন। খবর রয়টার্স।
ভেনেজুয়েলার মাদুরো সরকার ও বিরোধী জোট নির্বাচন বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হওয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।
মার্কিন ট্রেজারি বিভাগ থেকে শেভরন ছয় মাসের একটি লাইসেন্স পেয়েছে। যার আওতায় ভেনেজুয়েলায় তাদের প্রকল্পগুলো থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য উত্পাদন করতে পারবে। রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-র সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় কোম্পানিটি।
তবে মার্কিন অনুমতিতে নতুন করে কূপ খনন অন্তর্ভুক্ত নয়। শেভরন পুরোনো তেল ক্ষেত্রগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। একইসঙ্গে অপরিশোধিত তেল রফতানির সুযোগ পাবে।
তবে পিডিভিএসএস তেল বিক্রি থেকে লাভ পাবে না। কারণ এ আয় শেভরনের পুরোনো ঋণ পরিশোধে ব্যয় হবে।
২০২০ সালে যুক্তরাষ্ট্র ড্রিলিং সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়ার আগে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল উৎপাদনে শেভরনের শেয়ার ছিল প্রতিদিন ১৫ হাজার ব্যারেল।
নতুন এ সিদ্ধান্তের ফলে মার্কিন তেল পরিষেবা সংস্থা হ্যালিবার্টন, শ্লেম্বারগার, বেকার হিউজেস ও ওয়েদারফোর্ড ইন্টারন্যাশনাল পুনরায় ভেনেজুয়েলায় কাজ শুরু করতে পারবে।