শি জিনপিংকে সতর্ক করলেন বাইডেন

স্টাফ রিপোর্টার

তাইওয়ানে ‘জবরদস্তিমূলক’ পদক্ষেপের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সোমবার ইন্দোনেশিয়ার বালিতে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই নেতা। সেখানেই তাইওয়ান ইস্যুতে নিজ দেশের উদ্বেগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। এদিন বৈঠক শুরুর আগে হাসিমুখে করমর্দন করেন দুই প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ঘণ্টার বৈঠকে বাইডেন বেশকিছু কঠিন বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে তাইওয়ানের প্রতি চীনের জবরদস্তিমূলক আচরণের বিষয়টি রয়েছে। বেইজিংয়ের ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপ এবং বাজারসুলভ নয় এমন অর্থনৈতিক অনুশীলনের ব্যাপারেও ওয়াশিংটনের আপত্তির বিষয়টি তুলে ধরেন তিনি। জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের আচরণ এবং দেশটির সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টে বাইডেন বলেন, দুই দেশের মধ্যকার প্রতিযোগিতা যাতে সংঘর্ষের দিকে না গড়ায় সে বিষয়ে আমাদের দায়িত্ব নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করে, এমন চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার উপায় খুঁজে বের করার বিষয়েও আমাদের আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *