কাতার বিশ্বকাপে রেকর্ড আয়ের পথে ফিফা

স্টাফ রিপোর্টার

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। এ বিশ্বকাপেই সর্বোচ্চ আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির এক পূর্বাভাসে বলা হয়, কাতার বিশ্বকাপে ৬৪০ কোটি ডলার আয় হবে ফিফার। যেখানে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ফিফার আয়ের পরিমাণ ছিল ৫৪০ কোটি ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, সরাসরি খেলা সম্প্রচার করা, প্রায় ২ লাখ ৪০ হাজার আতিথেয়তা প্যাকেজ এবং ৩০ লাখ অগ্রিম টিকিট এরই মধ্যে বিক্রি করেছে ফিফা। বিশ্বের বড় বড় কোম্পানি কাতার ফুটবল বিশ্বকাপে অর্থায়ন করেছে। এর মধ্যে এডিডাস এজি ও কোকা-কোলা অন্যতম।

বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। ফলে এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে বিশ্বকাপের আয়ও বেড়েছে। ২০১৯ থেকে ২০২২ সালে আয়ের তুলনায় কাতার বিশ্বকাপে বেশি আয়ের প্রত্যাশা রয়েছে ফিফার।

টুর্নামেন্ট থেকে আয়ের এ অর্থ দিয়ে নিয়ন্ত্রক সংস্থা ফিফা তার ২১১ সদস্য দেশের স্পোর্টস উন্নয়নের পাশাপাশি পুরুষ, নারী ও যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *