সর্বোচ্চ ভ্যাট দিলেন দেশের যে ৯ প্রতিষ্ঠান
তিন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিয়ে ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে ৯টি প্রতিষ্ঠান। ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী ২৮ নভেম্বর জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উৎপাদন খাতে সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড, হবিগঞ্জ গ্যাস ফিল্ড, কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ড (বাপেক্স) সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে।
ঢাকার ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার), ঢাকার উত্তরার টিইউভি এসইউডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও ঢাকার বীর উত্তর সিআর দত্ত রোডের সময় মিডিয়া লিমিটেড (সময় টেলিভিশন) সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
ব্যবসা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট দেয়ায় সম্মাননা পাচ্ছে গাজীপুর গজারিয়ার এসসি জনসন প্রাইভেট লিমিটেড, ঢাকার বনানীর ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেডের ও চট্টগ্রামের দক্ষিণ খুলশীর কে সি জে অ্যান্ড এসোসিয়েটস লিমিটেড।