অকার্যকর অ্যাপ সন্ধানে উইন্ডোজ ১১-তে সার্চ বার
উইন্ডোজ ১১-এর টাস্ক ম্যানেজারে নতুন সার্চ ও ফিল্টারিং ব্যবস্থা পরীক্ষা করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ব্যবহারকারীর কম্পিউটারে যেসব অ্যাপ কাজ করছে না সেগুলো বন্ধ করা, ডাম্প ফাইল তৈরি ও এফিশিয়েন্সি মোড চালুর সুবিধা দেবে এটি। খবর দ্য ভার্জ।
এক ব্লগ পোস্টে উইন্ডোজ ইনসাইডার দল জানায়, কোনো কিছু খোঁজা থেকে শুরু করে ফিল্টারিং বা যাচাইয়ের জন্য গ্রাহকরা ফিচারটি চালু করতে সবচেয়ে বেশি আবেদন করেছে। একজন ব্যবহারকারী বাইনারি নাম অথবা পিআইডি বা অ্যাপ প্রকাশকের নাম ব্যবহার করে ফিল্টার করতে পারবে। সম্ভাব্য সব কনটেক্সট কিওয়ার্ডের সঙ্গে মিল খুঁজে সেগুলো পেজে প্রদর্শন করে ফিল্টার অ্যালগরিদম।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, টাস্ক ম্যানেজারের ফিল্টার বক্সে প্রবেশের জন্য ব্যবহারকারীরা অল্টার + এফ কি-বোর্ড শর্টকাট ব্যবহার করতে পারবে। এতে একক বা গ্রুপ হিসেবে বিভিন্ন উপায় আসবে। সেখান থেকে ব্যবহারকারীরা পছন্দানুযায়ী অপশন বেছে নিতে পারবে।
নতুন সার্চ ও ফিল্টার সুবিধার পাশাপাশি টাস্ক ম্যানেজারে লাইট বা ডার্ক থিম বাছাইয়ের সুবিধাও যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির সামগ্রিক কার্যক্রমের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে ইউজার ইন্টারফেসে কয়েকটি আপডেটসহ পুরো টাস্ক ম্যানেজারে এসব সুবিধা চালু করা হবে।