যুক্তরাষ্ট্রে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে টিএসএমসি
যুক্তরাষ্ট্রে অ্যারিজোনায় সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রসারণে শতকোটি ডলার বিনিয়োগ করবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। বিশ্বস্ত সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যারিজোনার ফিনিক্সের উত্তরাংশে সবচেয়ে অগ্রসর চিপ কারখানা চালু করবে টিএসএমসি। এতে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি। নতুন কারখানায় ৩ ন্যানোমিটারের সর্বাধুনিক ট্রানজিস্টর উৎপাদন করবে তাইওয়ানভিত্তিক এ চিপ নির্মাতা।
স্থানীয় ও বিদেশী চিপ কোম্পানিগুলোকে আকৃষ্টে বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে মার্কিন সরকার। বহুল প্রত্যাশিত চিপস অ্যাক্ট এ খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
গত আগস্টে অ্যারিজোনার ফিনিক্সে ফ্যাব২১ নামে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ সম্পন্ন করেছে টিএসএমসি। এতে ২০২৪ সালের মধ্যে ৫ ন্যানোমিটারের চিপ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মাত্র ১৬ মাসের মধ্যে কারখানা নির্মাণ সম্পন্ন করেছে টিএসএমসি। এবার ২০২৪ সালের মধ্যে চিপ উৎপাদন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। যুক্তরাষ্ট্রে ৫ ন্যানোমিটার চিপ উৎপাদন যখন শুরু হবে তখন তাইওয়ানভিত্তিক কারখানায় ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদনে যাবে টিএসএমসি। ২০২৬ সালের মধ্যে ২ ন্যানোমিটারের চিপ উৎপাদন লক্ষ্যমাত্রা তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটির। চিপে প্রসেস নোডের সংখ্যা যত কমে ততই বাড়াতে হয় ট্রানজিস্টরের সংখ্যা। যত ট্রানজিস্টর বাড়বে তার ক্ষমতা ও জ্বালানি সক্ষমতা বাড়বে।
বিভিন্ন গ্রাহকের চাহিদা ও ডিজাইন মোতাবেক সেমিকন্ডাক্টর তৈরি হয় টিএসএমসির ফাউন্ড্রিগুলোয়। টিএসএমসির গ্রাহক তালিকায় রয়েছে অ্যাপল (সর্ববৃহৎ গ্রাহক), কোয়ালকম (স্যামসাং ফাউন্ড্রিও ব্যবহার করে) এবং উদীয়মান তারকা মিডিয়াটেক, এনভিডিয়া, ইন্টেল, এএমডির মতো কোম্পানি।