মুখোমুখি রিয়াল-লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। প্যারিস ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে চলতি আসরের শেষ ষোলোতেই। আজ নিওনে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। এতে স্প্যানিশ জায়ান্টদের সামনে পড়েছে ইংলিশ জায়ান্টরা। তার মানে, কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেবে দুই ফেভারিটের একটি।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে জার্মান দল আরবি লিপজিগের, আর টটেনহাম খেলবে ইতালির লিগ চ্যাম্পিয়ন এসি মিলানের। আরেক ইংলিশ দল চেলসি খেলবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পিএসজি খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এছাড়া ইন্টার মিলানের প্রতিপক্ষ পোর্তো, এনট্র্যাখট ফ্রাংকফুর্টের প্রতিপক্ষ নাপোলি আর ক্লাব ব্রুগে খেলবে বেনফিকার বিপক্ষে।
তবে গত কয়েক মৌসুমের মতো আরেকবার উত্তাপ ছড়াবে রিয়াল-লিভারপুল দ্বৈরথ। এ নিয়ে ছয় মৌসুমের মধ্যে চারবারই ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হচ্ছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই চার দ্বৈরথের মধ্যে দুটি ফাইনাল। ২০১৭-১৮ ও ২০২১-২০২২। গত জুনের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় রিয়াল। ২০১৮ সালের ফাইনালে রিয়াল জয়লাভ করে ৩-১ গোলের ব্যবধানে। এছাড়া ২০২১-২২ মৌসুমের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাবটিকে বিদায় করে মাদ্রিদ জায়ান্টরা।
ইয়ুর্গেন ক্লোপের দল চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ পাঁচ ফাইনালের তিনটিতেই খেলেছে। রিয়াল মাদ্রিদ ও এসি মিলান ছাড়া তাদের চেয়ে বেশি ইউরোপিয়ান মুকুট আর কেউ জেতেনি।
শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৪-১৫ ও ২১-২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ৭-৮ ও ১৪-১৫ মার্চ।
এদিকে, ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। ইউরোপা লিগের গ্রুপ পর্বের আট রানার্সআপ প্লে-অফে পর্বে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে আসা আট দলের বিপক্ষে। দুই লেগের প্লে-অফে বিজয়ীরা শেষ ষোলোয় যোগ দেবে আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে। ১৬ ফেব্রুয়ারি প্রথম লেগ, আর ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ।
ন্যু ক্যাম্পে প্রথম লেগ খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউ, সাতদিন পর ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগ। বিবিসি