বাস্তব অভিজ্ঞতা অর্জনে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এনএসইউ’র ইইই বিভাগের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

সম্প্রতি, গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর একটি দলের সাথে তাদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিল। এ সময় এনার্জিপ্যাকের প্রকৌশলীরা পার্কটিতে ব্যবহৃত হওয়া প্রতিটি ফ্যাসিলিটির উৎপাদন ও টেস্টিং প্রক্রিয়া শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করেন। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) এর প্রত্যাশা, বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত এই জ্ঞান শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার সাথে বাস্তব পরিস্থিতির সমন্বয় করতে কাজে লাগবে। একইসাথে এনার্জিপ্যাক বিশ্বাস করে, এই সফর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও ভবিষ্যত সমৃদ্ধির উপায় হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *