টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়লেন রোহিত

স্টাফ রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার হাড্ডাহাড্ডি লড়াই করে ৫ উইকেটে হার মেনেছে ভারত। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে হয়ে যান সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েন। পেছনে ফেলেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার তিলকরত্নে দিলশানকে। তিনি শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলেছিলেন।

রোহিত সর্বপ্রথম ২০০৭ বিশ্বকাপে খেলেন। এরপর থেকে ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত বিশ্বকাপে মোট ৩৬ ম্যাচে মাঠে নামেন। ভারত যদি এবারের আসরের ফাইনাল পর্যন্ত যায় তাহলে মেগা ইভেন্টে তার খেলা মোট ম্যাচের সংখ্যা ৪০ হবে।

বিশ্বকাপে ৩৬ ম্যাচের ৩১ ইনিংসে ৯১৯ রান করেছেন ভারতের অধিনায়ক। গড় ৩৬.৭৬ এবং স্ট্রাইক রেট ১৩০.৭৩। বিশ্বকাপে তিনি এ পর্যন্ত ৯টি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত রান অপরাজিত ৭৯।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *