প্রধান হাইড্রোজেন উৎপাদক হতে চায় যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

হাইড্রোজেন উৎপাদনে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। চলতি দশক শেষ হওয়ার আগেই প্রধান হাইড্রোজেন উৎপাদনকারী হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ পরিকল্পনার আওতায় খাতটিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। উৎপাদিত এ হাইড্রোজেনের প্রধান রফতানি গন্তব্য হবে জাপান। নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে এসব তথ্য জানান জো বাইডেন প্রশাসনের জ্বালানি খাতের আন্ডার সেক্রেটারি নমিনি ডেভিড ক্রেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এক কোটি টন গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশে হাইড্রোজেন উৎপাদন হাব গড়ে তুলতে ৭০০ কোটি ডলারের অধিক বিনিয়োগ পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে আগামী কয়েক দশকের মধ্যে হাইড্রোজেন মার্কিন অর্থনীতির শক্তিশালী স্তম্ভ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনার আওতায় উৎপাদিত গ্যাস দেশজুড়ে সরবরাহের পাশাপাশি রফতানিও করা হবে। এরই মধ্যে জাপান হাইড্রোজেন ও অ্যামোনিয়া জ্বালানি উৎপাদন এবং আমদানিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এ লক্ষ্যে জাপানের সঙ্গে একত্রে কাজ করতে চাই আমরা।

ডেভিড ক্রেন বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামাতে সরকারিভাবে বিনিয়োগের পরিমাণ হবে ২ হাজার ৬০০ কোটি ডলার। একই সঙ্গে বেসরকারিসহ মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে গত আগস্টে ডেভিড ক্রেন জ্বালানি খাতের আন্ডার সেক্রেটারি নমিনি হিসেবে মনোনীত হন। তবে এটি এখনো কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *