কফির দাম আরো কমল ভিয়েতনামে
কফি উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় ভিয়েতনামের অবস্থান বিশ্বে দ্বিতীয়। বিশেষত রোবাস্তা কফি উৎপাদন ও রফতানির জন্য দেশটির খ্যাতি বিশ্বজোড়া। চলতি বছরের শেষ ভাগে এসে দেশটিতে কফির দাম কমতে শুরু করেছে। সর্বশেষ সপ্তাহে দ্বিতীয় দফায় দেশটিতে কফির দাম কেজিতে আরো ১০০ ডং (ভিয়েতনামিজ মুদ্রা) কমেছে। খবর রয়টার্স ও সিনহুয়া।
ভিয়েতনামের মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়। সর্বশেষ সপ্তাহে দেশটির এ অঞ্চলে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি কফির দাম দাঁড়িয়েছে ৩৫ হাজার ২০০ ডং বা ১ ডলার ৫১ সেন্টে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কফি সর্বনিম্ন ৩৫ হাজার ৩০০ ডংয়ে বিক্রি হয়েছিল। সে হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রতি কেজি কফির দাম ১০০ ডং কমেছে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রতি কেজি কফি সর্বোচ্চ ৩৬ হাজার ৫০০ ডংয়ে বিক্রি হয়েছিল। এর পর থেকে পণ্যটির দাম কমতে শুরু করে। মূলত আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দাম ও সরবরাহ না কমার জের ধরে ভিয়েতনামে কফির দামে মন্দাভাব দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভিয়েতনামের মধ্যাঞ্চলে মৌসুমি ঝড় উসাগির প্রভাবে কফি সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে কফির দাম বাড়বে বলে মনে করা হচ্ছিল। তবে ঝড়ের পর পণ্যটির সরবরাহ স্বাভাবিক থাকায় উল্টো দাম কমে গেছে।