৭১ করে বিদায় নাজমুল হোসেন শান্তর
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ দলের ওপেনার তিনি। এ নিয়ে খেলছেন ১৬টি আন্তর্জাতিন টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচের আগে একটি হাফ সেঞ্চুরিরও দেখা মেলেনি তার। অবশেষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করার জন্য বিশ্বকাপকেই বেছে নিলেন নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামার পর একপ্রান্তে যখন সৌম্য, লিটন এবং সাকিবরা আউট হয়ে যাচ্ছিলেন, তখন অন্যপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৫৫ বল খেলে এই মাইলফলকে পৌঁছান শান্ত।