চীনের আইটি পণ্য আমদানি ৬২% কমিয়েছে যুক্তরাষ্ট্র
চার বছর ধরে চলছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই এ যুদ্ধ শুরু হয়েছিল। এ যুদ্ধের কারণে চীন থেকে গ্রাহকের জন্য আইটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস পণ্য আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত এসব পণ্যের আমদানি ৬২ শতাংশ কমেছে। যদিও এ সময়ে বিশ্বের অন্যান্য দেশ থেকে ৬০ শতাংশের বেশি আমদানি করেছে যুক্তরাষ্ট্র।
আর এর মাধ্যমে দেশটির বাজারে পণ্য বিক্রির উল্লেখযোগ্য অংশ হারিয়েছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক দ্য পিটারসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকস (পিআইআইই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে চীন থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
পিআইআইই জানায়, আধুনিক অর্থনীতির মূল অংশই হলো ইলেকট্রনিকস পণ্য। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে এখনো পণ্যটি আইটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস পণ্যের মতো জায়গা করে নিতে সক্ষম হয়নি। ২০১৮ সালের জুলাইয়ের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র চীন থেকে ৪৭ শতাংশ চিপ আমদানি করত।
এদিকে চীনের ফাউন্ড্রিগুলো ভালো নোড তৈরি করতে সক্ষম। দেশটি অধিক পরিমাণে বেসিক সেমিকন্ডাক্টর তৈরি করে থাকে, যা লিগাছি চিপ নামেও পরিচিত।