বিদ্যুচ্চালিত গাড়ির দাম কমিয়েছে টেসলা
চীনে মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ির দাম ৯ শতাংশ কমিয়েছে টেসলা। চাহিদা কমার লক্ষণ দেখা দেয়ায় বিশ্বের সর্ববৃহৎ স্বয়ংক্রিয় গাড়ির বাজারের দাম বৃদ্ধির প্রবণতাকে কিছুটা উল্টে দিয়েছে এমন সিদ্ধান্ত। এছাড়া স্থানীয় ইভি কোম্পানিগুলোর সঙ্গে মূল্যযুদ্ধের আশঙ্কায় ইলোন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি এ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
চীনের ওয়েবসাইটে সোমবার বিদ্যুচ্চালিত যানবাহনের তালিকায় এ দাম কমানোর তথ্য পাওয়া গিয়েছে। ২০২২ সালে চীনে প্রথমবারের মতো এমন উদাহরণ দেখা গেল। গত মাসে যারাই টেসলা ইন্স্যুরেন্সের জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জন্য বেশকিছু পদক্ষেপ নেয়া শুরু করে টেসলা।
দাম কমানোর এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন বিদ্যুচ্চালিত যানবাহন জায়ান্টটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেন, চীনে ও ইউরোপে এক ধরনের মন্দা আসতে যাচ্ছে। চলতি বছরে নিজেদের যানবাহন সরবরাহ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে বলেও জানিয়েছেন তিনি। মাস্ক বিশ্লেষকদের গত সপ্তাহে জানান, চলতি প্রান্তিকে চাহিদা খুবই বেশি ছিল এবং তার প্রত্যাশা, টেসলা মন্দা স্থিতিস্থাপক হবে।
চায়না মার্চেন্ট ব্যাংক ইন্টারন্যাশনাল (সিএমবিআই) জানিয়েছে, টেসলার এ দাম কমানোর মাধ্যমে চীনের বিদ্যুচ্চালিত যানবাহনের বাজারে বেড়ে চলা প্রতিযোগিতার ঝুঁকিকে নতুন করে নির্দেশ করছে। যেখানে ২০২৩ সালে পুরো ইন্ডাস্ট্রিতে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিএমবিআই অ্যানালিস্ট শি জি বলেন, দাম কমানোর বিষয়টি সম্ভাব্য ‘দামের যুদ্ধ’কেই নতুন করে চিহ্নিত করে, যেটিতে আমরা আগস্ট থেকে প্রাধান্য দিচ্ছি।
সোমবারের তথ্য বলছে, সেপ্টেম্বরে চীনে খুচরা বিক্রি বৃদ্ধি পায় ২ দশমিক ৫ শতাংশ। সংখ্যাটা প্রত্যাশার তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম এবং আগস্টে হওয়া ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় প্রায় অর্ধেক।
বিশ্লেষকরা সতর্কবার্তা জানিয়ে বলছেন, দেশটিতে স্বয়ংক্রিয় গাড়ি বিক্রি প্রবৃদ্ধি ধীর হয়েছে সেপ্টেম্বরে, গত পাঁচ মাসে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রিও বেড়েছে ধীরগতিতে।
যুক্তরাষ্ট্রের অটোমেকার এবং বেশকিছু চীনা প্রতিদ্বন্দ্বী গত বছর থেকে কয়েকবার দাম বাড়িয়ে দিয়েছে কেননা কাঁচামালের দাম ক্রমাগত বাড়ছে। কিন্তু টেসলা সব সময় চীনের বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করেছে। তারা সরকারি ভর্তুকি প্রতিফলিত করে দাম কমানোর চেষ্টাও করেছে।
রয়টার্সকে টেসলা জানায়, খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হচ্ছে। সাংহাই গিগাফ্যাক্টরির সক্ষমতা ব্যবহার আরো বেড়েছে। দেশটিতে জিরো কভিড নীতি প্রয়োগ করার কারণে অর্থনীতিতে প্রভাব সত্ত্বেও সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল থেকেছে। তাতেই দাম কমে এসেছে।
প্রতিষ্ঠানটির চীনের ওয়েবসাইটে বলা হয়েছে, মডেল ৩-এর শুরুর দাম ২ লাখ ৭৯ হাজার ৯০০ থেকে কমিয়ে ২ লাখ ৬৫ হাজার ৯০০ ইউয়ান (৩৬ হাজার ৭২৭ ডলার) করা হয়েছে। আর মডেল ওয়াই স্পোর্টস ইউনিলিটি ভেহিকলের দাম ৩ লাখ ১৬ হাজার ৯০০ থেকে কমিয়ে ২ লাখ ৮৮ হাজার ৯০০ ইউয়ান করা হয়েছে।