ভিয়েতনামে জ্বালানি তেল পরিশোধন শুরু ইরানের
ভিয়েতনামে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন শুরু করেছে ইরান। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জ্বালানি তেলমন্ত্রী জাভেদ ওয়াজি। খবর অয়েলপ্রাইস ডটকম।
মন্ত্রী বলেন, বর্তমানে ভিয়েতনামের এল পালিতো রিফাইনারিতে দৈনিক এক লাখ ব্যারেল করে জ্বালানি তেল পরিশোধন করা হচ্ছে। এল পালিতো দেশের বাইরে ইরানের প্রথম পরিশোধনাগার। ভেনিজুয়েলার বাইরে অন্যান্য দেশে আরো পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে তেহরানের।
পরিশোধনাগার তৈরির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার প্রয়াস আরো আগে থেকেই চলছিল বলে জানান মন্ত্রী। এটি ইরানের ৪৩ বছরের স্বপ্ন, যা ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা আন্তরিকতায় বাস্তবায়ন সম্ভব হয়েছে।
ইরানের পরিশোধিত এসব তেলের বড় বাজার চীন। কিন্তু সম্প্রতি রাশিয়া চীনের জ্বালানি তেলের বাজারে নিজেদের আধিপত্য বাড়িয়েছে। এতে পিছিয়ে পড়েছে ইরান। বাজার হিস্যা পুনরুদ্ধারে দেশটি জোর প্রচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে রাশিয়ার মতো ইরানও জ্বালানি তেল রফতানিতে ব্যাপক মূল্যছাড় দিচ্ছে। এদিকে ইরান যদি চীনের বাজারে মূল্যছাড়ে জ্বালানি তেল বিক্রি করে, তবে দেশটি বিপাকে পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন, ২০১৫ সালের পশ্চিমা দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির জ্বালানি তেল রফতানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যেতে পারে। কিন্তু ইরান চীনের বাজারে মূল্যছাড়ে তেল বিক্রি করলে এ দুটি বিষয়ের কোনোটিই সফলতার মুখ দেখবে না।