ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পে নবনিযুক্ত ১০০ জন ফিল্ড অফিসারের ওরিয়েন্টেশন ১৬ অক্টোবর ২০২২, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী অধিবেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাকিব মোঃ রেজাউর রহমান। স্বাগত বক্তব্য দেন রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান এম জোবায়ের আজম হেলালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *