ইউরোপে ৯৭ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন
সম্প্রতি ইউরোপে পণ্য সরবরাহ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অ্যামাজন। মার্কিন রিটেইল জায়ান্ট তার বহরে আরো কয়েক হাজার বিদ্যুচ্চালিত ভ্যান, দূরপাল্লার ট্রাক ও কার্গো বাইক যুক্ত করবে। এ লক্ষ্যে সংস্থাটি অঞ্চলটিতে ১০০ কোটি ইউরো বা ৯৭ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। খবর এপি।
সিয়াটলভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়েবসাইটে দেয়া একটি ঘোষণায় জানিয়েছে, এ বিনিয়োগের ফলে ২০২৫ সালের মধ্যে ইউরোপে নিজস্ব সরবরাহকারী বিদ্যুচ্চালিত ভ্যানের সংখ্যা তিন হাজার থেকে ১০ হাজারে উন্নীত হবে।
এ বিনিয়োগের মাধ্যমে অ্যামাজন ১ হাজার ৫০০ ইউনিটেরও বেশি বিদ্যুচ্চালিত ট্রাক কেনার আশা করছে। সংস্থাটি বলেছে, এ যানবাহনগুলোকে ব্যবস্থাপনা করার জন্য ইউরোপজুড়ে কয়েকশ ফাস্ট চার্জিং কেন্দ্র তৈরি করা হবে। এতে সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যে গাড়িগুলোকে ফুল চার্জ করা যাবে।
অ্যামাজন ঘনবসতিপূর্ণ ইউরোপীয় শহরগুলোর মূল কেন্দ্রে ২৫টি ডেলিভারি শাখা চালু করেছে। ফলে বাইক ব্যবহার করে কিংবা হেঁটে ডেলিভারি করার সুযোগ হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানটি এ শাখাগুলোকে দ্বিগুণ করার আশা করছে। অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি এরই মধ্যে রিভিয়ান অটোমোটিভ থেকে এক লাখ বিদ্যুচ্চালিত ভ্যান অর্ডার করেছে।