বিদ্যুতের দাম বাড়ছে না

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি (বাল্ক) মূল্যহার বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এক ভাচুর্য়াল অনুষ্ঠানে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল এ সিদ্ধান্ত জানান।

তিনি জানান, বিপিডিবির প্রস্তাবের নানাবিধ তথ্য-উপাত্ত বিবেচনা করে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণ করা হলো না।

এর আগে বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও পিডিবির সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়নি বিইআরসি।

গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গণশুনানিতে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে। বর্তমানে বিপিডিবির সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৫ টাকা ১৭ পয়সা।

দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বিপিডিবি। তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করে দেশের পাঁচটি কোম্পানি। এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *