চীনে নির্মিত টেসলা ইভির রেকর্ড বিক্রি
গত সেপ্টেম্বরে চীনে নির্মিত টেসলার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত চীন প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) প্রতিবেদনে দেখা গিয়েছে, গত মাসে চীনে তৈরি ৮৩ হাজার ১৩৫ ইউনিট ইভি বিক্রি করেছে টেসলা। সংখ্যাটি ২০২১ সালের আগস্ট থেকে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স।
২০১৯ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু হওয়ার পর থেকে টেসলার সাংহাই কারখানার জন্য এটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড। এর আগে জুন মাসে ৭৮ হাজার ৯০৬টি গাড়ি বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি চীনে গাড়ি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোয় তাদের বিক্রি হুহু করে বাড়ছে। প্রতিষ্ঠানটি তাদের ৯৩ শতাংশ গাড়ি চীনের সাংহাইয়ে অবস্থিত এ কারখানায় উৎপাদনের পরিকল্পনা করছে।
চীনের সাংহাইয়ে অবস্থিত কারখানাটিতে উৎপাদনক্ষমতা বাড়াতে গত জুলাইয়ে এর অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করে টেসলা।