নারীদের জন্য স্মার্টওয়াচ
দেশে স্মার্টওয়াচ এনে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিসিলেক্ট ব্র্যান্ড। এবার নারীদের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট। কিসিলেক্ট লোরা লেডি কলিং ওয়াচ নামের স্মার্টওয়াচটি শুক্রবার উন্মোচন করে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণনপ্রতিষ্ঠান মোশন ভিউ।
জনিপ্রয় টেক রিভিউয়ার সোহাগ ৩৬০ ডিগ্রির সোহাগ মিয়া এবং টেক থিয়েটারের শাহনাজ আক্তার শুক্রবার রাতে মোশন ভিউয়ের ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে স্মার্টওয়াচটি উন্মোচন করেন।
উন্মোচনে লাইভে যুক্ত হয়ে বেশ কয়েকজন জিতে নিয়েছেন কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচ, আকর্ষণীয় গিফট এবং অফিশিয়াল টি-শার্ট ও চাবির রিং। সেখানে নারীদের জন্য বিশেষভাবে তৈরি এ স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুই টেক রিভিউয়ার। কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচের সব ফিচার ও সুবিধাগুলো উঠে এসেছে তাদের আলোচনায়।
রাউন্ড শেপের স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে। ৭০টি স্পোর্টস মোড এছাড়া ঘড়িটির সঙ্গে থাকছে এক্সট্রা একটি লেদারের স্ট্র্যাপ। সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে এতে থাকা ব্লুটুথ ৫.২ সংস্করণ দিয়ে। চলবে অ্যান্ড্রয়েড ৪.৪+ ও আইওএস ৯.০+ অপারেটিং সিস্টেমে। উচ্চমাত্রার সেন্সর থাকায় ২৪ ঘণ্টা হার্টরেট মনিটর করতে পারবে ব্যবহারকারীরা।
স্মার্টওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে। এছাড়া রয়েছে ২৮০ এমএএইচের ব্যাটারি, যা একবার ফুল চার্জে বেশ কয়েকদিন নির্ভাবনায় চলতে পারবে ব্যবহারকারীরা।
দেশব্যাপী মোশন ভিউয়ের সব আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৫ হাজার ৬৮০ টাকা।