হিরো মোটরের প্রথম বিদ্যুচ্চালিত স্কুটার উন্মোচন
ভারতের বাজারে প্রথম বিদ্যুচ্চালিত স্কুটার উন্মোচন করেছে হিরো মোটর। সম্প্রতি ভারতের বৃহত্তম দুই চাকার যান নির্মাতা প্রতিষ্ঠান হিরো এ স্কুটার দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ির জগতে পা রেখেছে।
দ্য হিন্দুর খবর অনুসারে, গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক জিরো মোটরসাইকেলের সঙ্গে যৌথভাবে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল নির্মাণের জন্য ৬ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ভারতীয় এ মোটরসাইকেল জায়ান্ট।
প্রতিষ্ঠানটি একই সঙ্গে দুটি সংস্করণ উন্মোচন করেছে। এর মধ্যে ভিডা ভি১ প্লাস মডেলের স্কুকারটির মূল্য ১ লাখ ৪৫ হাজার রুপি এবং ভিডা ভি১ প্রো মডেলটি ১ লাখ ৫৯ হাজার রুপি।
ভিডা ভি১ প্লাস স্কুটারটি এক চার্জে ১৪৩ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। যেখানে ভিডা ভি১ প্রো মডেলটি যাবে ১৬৫ কিলোমিটার। চলতি মাসের ১০ তারিখ থেকে এ স্কুটারের ক্রয়াদেশ দেয়া যাবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাতে পাবেন গ্রাহকরা। শুরুতে বেঙ্গালুরু, দিল্লি ও জয়পুরের শোরুমগুলোয় পাওয়া যাবে স্কুটারগুলো।
নতুন এ স্কুটার বাজাজ চেটক, টিভিএস আইকিউব, আথার এনার্জি, হিরো ইলেকট্রিক ও ওলা ইলেকট্রিকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।