রাজস্থানে ৬৫০ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ
রাজস্থানে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারতের আদানি গ্রুপ। পাঁচ-সাত বছরের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে প্রায় ৬৫০ বিলিয়ন (৬৫ হাজার কোটি) রুপি বিনিয়োগ করা হবে। মূলত ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সেখানে কাজের সুযোগ পাবেন ৪০ হাজারের বেশি মানুষ। শুক্রবার জয়পুরে ‘ইনভেস্ট রাজস্থান-২০২২’ সম্মেলনে যোগ দিয়ে এসব বিনিয়োগ পরিকল্পনার কথা জানান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগারওয়াল, টাটা পাওয়ারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সাহা, ডিসিএম শ্রীরামের সিএমডি অজয় এস শ্রীরাম এবং আর্সেলর মিত্তালের চেয়ারম্যান ও সিইও লক্ষ্মী মিত্তাল।
গৌতম আদানি বলেন, উদয়পুরে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে যা সহায়তা দরকার তা দেবে আদানি গ্রুপ। এছাড়া আমরা আলোচনা করে দেখব যে রাজ্যের কোন জেলায় মেডিকেল কলেজ নেই। এ বিষয়েও রাজ্যকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
এ মুহূর্তে রাজস্থানে তিনটি সিমেন্ট কারখানা ও চুনাপাথরের খনি রয়েছে আদানি গ্রুপের মালিকানায়। এছাড়া অন্যান্য খাতে নিজেদের সক্ষমতা ও ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে গ্রুপটি। সিমেন্ট কারখানার উৎপাদন দ্বিগুণ করতে এ খাতে আরো ৭ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে।
রাজ্যটিতে বিনিয়োগ ও উৎপাদনের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুক্রবার তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) আদলে রাজস্থান ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (আরআইএসএফ) গঠনের ঘোষণা দেন।