বেজোসকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী আদানি

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এতদিন দ্বিতীয় স্থানে ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সম্প্রতি স্থানটি দখলে নিয়েছে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি। ফলে এ তালিকায় তৃতীয় স্থানে নেমে এসেছে বেজোস। তবে ২৬ হাজার কোটি ডলার সম্পদ নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রয়েছে টেসলার স্বত্বাধিকারী ইলোন মাস্কের। এদিকে গত ফেব্রুয়ারিতে গৌতম আদানি ভারতীয় আরেক বিত্তশালী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর স্থানটি দখলে নেন।

গতকাল ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএন বিজনেস।

ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় এশিয়া থেকে এবারই প্রথমবারের মতো কেউ দ্বিতীয় স্থান অধিকার করল। যেখানে দীর্ঘদিন ধরে এ তালিকার শীর্ষস্থানগুলো পশ্চিমা ধনীদের দখলে ছিল। গতকাল গৌতম আদানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ কোটি ডলার। আদানি গ্রুপের সামগ্রিক কার্যক্রমই এ সম্পদ সংগ্রহের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। আদানি গ্রুপ বিভিন্ন ব্যবসা পরিচালনার পাশাপাশি বন্দর ও কয়লাসংক্রান্ত ব্যবসাও পরিচালনা করে থাকে। এ দুই ব্যবসা কার্যক্রমের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোয় গৌতম আদানি উচ্চ মুনাফা অর্জন করেছে।

২০২০ সালের জুনের পর আদানি গ্রুপের কিছু কোম্পানির শেয়ারমূল্য ১ হাজার শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে গ্রুপটির অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলোয় বিনিয়োগকারীরা বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে আশা ব্যক্ত করেছে। অন্যদিকে এ খাতগুলো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন অগ্রাধিকারের তালিকায়ও রয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ কমে ১৪ হাজার ৫৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দিনের শুরুতে শেয়ারবাজারের লেনদেনে অ্যামাজনের শেয়ার ৩ শতাংশ কমেছে। এবং চলতি বছর প্রতিষ্ঠানটির সামগ্রিক শেয়ার ২৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। এর আগে ব্লুমবার্গের ধনীর তালিকায় এক নম্বরে ছিল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে ২০১৯ সালে স্ত্রীর সঙ্গে ডির্ভোসের পর তার সম্পদের পরিমাণ কমে যায়। পাশাপাশি গত জানুয়ারিতে প্রযুক্তি কোম্পানিগুলোর কিছু শেয়ার বিক্রি করায় তার মোট সম্পদ থেকে ৪ হাজার ৫০০ কোটি ডলার কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *