তুরস্কের গাড়ি উৎপাদন বেড়েছে
চলতি বছরের প্রথম আট মাসে তুরস্কে সব ধরনের গাড়ি উৎপাদন হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ১৪৬ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় যা ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তুরস্কের অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (ওএসডি) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
জানুয়ারি থেকে আগস্টের মধ্যে তুরস্কের ব্যক্তিগত গাড়ি উৎপাদন ৩ শতাংশ কমে ৪ লাখ ৯৬ হাজার ৩০২ ইউনিটে দাঁড়িয়েছে। এ সময়ে বাণিজ্যিক গাড়ি উৎপাদন ১১ শতাংশ বেড়েছে। ওএসডির উপাত্তে আরো দেখা গেছে, প্রথম আট মাসে ভারী বাণিজ্যিক গাড়ি উৎপাদন কমেছে ২৭ শতাংশ এবং হালকা বাহন উৎপাদন বেড়েছে ১০ শতাংশ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে আগস্টে তুরস্কের গাড়িবাজার বছরওয়ারি ৮ শতাংশ সংকুচিত হয়েছে। ব্যক্তিগত গাড়িবাজার ৯ শতাংশ সংকুচিত হয়েছে তবে বাণিজ্যিক গাড়িবাজার ২ শতাংশ সম্প্রসারণ হয়েছে।