কর্মসংস্থান কমেছে কানাডায়
কানাডায় মোট কর্মসংস্থানের সংখ্যা নিম্নমুখী রয়েছে। আগস্টে টানা তৃতীয় মাসের মতো দেশটিতে স্থায়ী কর্মসংস্থানের সংখ্যা কমেছে। পাশাপাশি দেশটিতে বেকারত্বের হার বেড়েছে। খবর রয়টার্স।
স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুসারে, আগস্টে দেশটিতে ৩৯ হাজার ৭০০ স্থায়ী কর্মসংস্থান কমেছে। যদিও রয়টার্সের জরিপে বিশ্লেষকরা গত মাসে ১৫ হাজার কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। অন্যদিকে দেশটিতে বেকারত্বের হার ৫ দশমিক ৪ শতাংশে
উন্নীত হয়েছে।
কানাডার পণ্য উৎপাদন খাতে কর্মসংস্থান ১৩ হাজার ৯০০টি কমেছে, যা বেশির ভাগই মূলত নির্মাণ খাতের। পাশাপাশি পরিষেবা খাতে নিট ২৫ হাজার ৮০০ কর্মসংস্থান কমেছে, যা বেশির ভাগই শিক্ষামূলক পরিষেবাগুলোয়।
বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রু গ্রান্থাম বলেন, দুর্বল শ্রমবাজারের এ পরিসংখ্যান ব্যাংক অব কানাডার সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে পারে। কেন্দ্রীয় ব্যাংক আরো একবার সুদহার বাড়াবে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, এটি এখন স্বীকৃত যে অর্থনীতি ধীরগতিতে চলছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। সুতরাং মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যাংকটি পিছু হটবে বলে মনে হয় না। তবে এক্ষেত্রে অর্থনীতি আশঙ্কাজনক ধীর এমনকি মন্দার পরিস্থিতি তৈরি হতে পারে।