আরটিজিএসে ৫ বৈদেশিক মুদ্রার লেনদেন শুরু

স্টাফ রিপোর্টার

দেশের অভ্যন্তরে দেশীয় মুদ্রায় বড় অংকের লেনদেন (১ লাখ বা তদূর্ধ্ব) তাত্ক্ষণিক নিষ্পত্তি করতে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস ব্যবস্থা চালু করে। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে এবার পাঁচটি বৈদেশিক মুদ্রায় আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন শুরু হয়েছে। অনুমোদিত মুদ্রাগুলো হলো মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ব্যবস্থার উদ্বোধন করেন ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক, এফবিসিসিআই সভাপতি, এমসিসিআই সভাপতি, এবিবি প্রেসিডেন্ট, বাফেদা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, ভেন্ডর প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং ব্যবস্থাপনা অনেক সহজ হবে। চেক/এফডিডি নিয়ে ক্লিয়ারিংয়ের জন্য কোনো ব্যাংক প্রতিনিধিকে আর ক্লিয়ারিং হাউজে সশরীরে উপস্থিত হতে হবে না। ফলে চেক/এফডিডি ক্ষতিগ্রস্ত হওয়া বা হারিয়ে যাওয়া সংক্রান্ত ঝুঁকি এবং প্রতারণা বা জালিয়াতির সুযোগ থাকবে না। এফডিডি ক্লিয়ারিংয়ে দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। এখন তা তাত্ক্ষণিকভাবে নিষ্পত্তি হবে। আরটিজিএস ব্যবস্থায় দেশীয় মুদ্রায় লেনদেন সীমা ১ লাখ টাকা। কিন্তু বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে লেনদেনের কোনো বেঁধে দেয়া সীমা নেই। ফলে লেনদেনের আওতা ও উপকারভোগীর সংখ্যা অনেক বাড়বে। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *