সাড়ে ৬ কোটি ইউরোর সহায়তা তহবিল জার্মানির

স্টাফ রিপোর্টার

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর জার্মানিতে জ্বালানির দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির চাপে পড়েছে জনগণ। আসন্ন শীতে ঘর উষ্ণ রাখতে ব্যবহূত গ্যাসের খরচ নিয়ে নতুন শঙ্কায় দেশটির মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের ওপর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় জার্মান সরকার সম্প্রতি ৬ হাজার ৪৭০ কোটি ইউরো ব্যয়ে সম্মত হয়েছে। এটি দেশটির সরকারের এ ধরনের তৃতীয় উদ্ধার তহবিল। এ অর্থে স্বল্প খরচে গণপরিবহনে ভ্রমণ এবং জ্বালানিনির্ভর কোম্পানিগুলোকে কর ছাড় দেয়া হবে।

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের হিসাবে আগস্টে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে পৌঁছেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের দাম জুনে ১২ শতাংশ বৃদ্ধির পর আগস্টে বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। এ পরিস্থিতি থেকে জনগণকে স্বস্তি দিতে গত তিন মাসে গণপরিবহনে মাসে মাত্র নয় ইউরোতে ভ্রমণের সুযোগ করে দেয় সরকার। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কর ছাড়ও দেয়া হয়।

সাধারণ নাগরিকদের ওপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাতে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেয়াসহ নানা উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার। রোববারের নতুন সিদ্ধান্তের পর চ্যান্সেলর ওলাফ শোলজ সাংবাদিকদের বলেন, গণপরিবহনে স্বল্পমূল্যের টিকিট অব্যাহত রাখতে তার সরকার ১৫০ কোটি ইউরো ভর্তুকি দেবে। জ্বালানি সরবরাহ কোম্পানিগুলো যাতে ক্রেতাদের কম খরচে তেল, গ্যাস ও কয়লা সরবরাহ করতে পারে এজন্য কর ছাড় দেয়া হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর আরো দুটি প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। এর একটি ছিল পেট্রলের ওপর কর ছাড় এবং অন্যটি ৯ ইউরোর টিকিটে গোটা জার্মানি ভ্রমণের সুযোগ। এ দুই প্যাকেজেরই মেয়াদ শেষ হয়েছে আগস্টে। এমন অবস্থায় নতুন করে তৃতীয় প্যাকেজের ঘোষণা এল সরকারের কাছ থেকে।

এদিকে রাশিয়া অনির্দিষ্ট কালের জন্য নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের পরও শীতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দেশটির মানুষকে আশ্বস্ত করেছেন শোলজ। গ্যাস স্টোরেজগুলো পূর্ণ করা বা কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত সঠিক সময়ে নেয়ায় সরকার শীতে ঘাটতি মোকাবেলায় ব্যবস্থা নিতে পেরেছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *