নকআউটে রিয়াল মাদ্রিদ

আগেই নিশ্চিত হয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব রোমার শেষ ষোলোর টিকিট। বাকি ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। দুই দলের মুখোমুখি দ্বৈরথে জয়ী দলই পাবে গ্রুপ সেরার লড়াই, এমন সমীকরণের ম্যাচে ইতালিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে ঘরের মাঠে রোমাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। রোমার মাঠে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ২-০ গোলে জেতে রিয়াল। দলের পক্ষে গোল দুইটি করেন গ্যারেথ বেল ও লুকাস ভাসকুয়েজ।

ম্যাচ জিতলেও মাঠের খেলায় খুব একটা স্বচ্ছন্দ্য ছিলো না রিয়াল। অগোছালো আক্রমণ ও রোমার রক্ষণে ঢুকে ভুল পাসের ছড়াছড়িতে কোনো আক্রমণই তেমন সমীহ জাগাতে পারেনি স্বাগতিক খেলোয়াড়দের মনে। উলটো প্রথমার্ধে বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করে রোমাই।

কিন্তু ঘরের মাঠে রোমাও বারবার সুযোগ হাতছাড়া করলে গোলশূন্য কাটে ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজ দলকে এগিয়ে নেন ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল। ৪৭তম মিনিটে রোমা গোলরক্ষকের উঁচু করে বাড়ানো বলে ফেদেরিকো ফাসিও হেড করলে তা পেয়ে যান বেল। ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল ঠিকানায় পাঠান তিনি।

এক গোলের লিড নিয়ে যে ছন্দ খুঁজে পায় টানা তিনবারের চ্যাম্পিয়নরা। ১২ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ভাসকুয়েজ। এ গোলেও ছিলো বেলের অবদান। দূরের পোস্ট দিয়ে বেনজেমার উদ্দেশ্যে ক্রস বাড়ান বেল। বেনজেমা হেড করলে খালি জায়গায় পেয়ে যান ভাসকুয়েজ। লক্ষ্যভেদ করে দলকে ২ গোলে এগিয়ে দেন ভাসকুয়েজ।

পাঁচ ম্যাচে চার জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ১২। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *