দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনভিত্তিক বিওয়াইডি
গত জুলাইয়ে বৈশ্বিক বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারির বাজারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। দেশটিতে ইভির চাহিদা বাড়ার কারণে এলজি এনার্জি সলিউশনকে পেছনে ফেলে এ স্থান দখলে নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।
ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে গাড়ি ও ব্যাটারি প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি ৬ দশমিক ৪ গিগাওয়াট সম্পন্ন ব্যাটারি সরবরাহ করেছে। পাশাপাশি ১৩ দশমিক ৩ গিগাওয়াট সম্পন্ন ব্যাটারি উৎপাদনের মাধ্যমে তার সমসাময়িক জায়ান্ট অ্যাম্পেরেক্স টেকনোলজিকে ছাড়িয়ে গিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়, সিউলভিত্তিক এসএনই গবেষণার প্রকাশিত এক উপাত্তে বলা হয়েছে, ৪ দশমিক ৪ গিগাওয়াট সম্পন্ন ব্যাটারি উৎপাদন করে তৃতীয় স্থানে রয়েছে এলজি এনার্জি। আর জাপানভিত্তিক প্যানাসনিক হোল্ডিংস করপোরেশন ২ দশমিক ৯ গিগাওয়াট সক্ষমতা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, জুলাইয়ে বিশ্বজুড়ে ব্যাটারি বিক্রি বেড়ে ৩৯ দশমিক ৭ গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। আগের বছরের তুলনায় এ হার ৮০ শতাংশ বেশি। চলতি বছরে মার্কেট শেয়ার র্যাংকিংয়ে ৩৪ দশমিক ৭ শতাংশ নিয়ে শীর্ষস্থানে রয়েছে সিএটিএল।
গ্যাসোলিনের উচ্চমূল্যের কারণে ইভির চাহিদা দিন দিন বাড়ছে এবং ক্রেতারা হাইব্রিড ও ব্যাটারিচালিত যানবাহন ব্যবহারের প্রতি আগ্রহী হচ্ছেন। পাশাপাশি গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তাদের বহরে ইভির সংখ্যা বাড়াচ্ছে।