টেসলাকে ছাড়িয়ে গিয়েছে চীনা ইভি নির্মাতা বিওয়াইডির
চলতি বছরের প্রথমার্ধে ইভি ও হাইব্রিড গাড়ি বিক্রিতে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে বিওয়াইডি। ইভি বাজারে আধিপত্য করে আসা টেসলাকে ছাড়িয়ে গিয়েছে চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ সময়ে সংস্থাটির গাড়ি বিক্রি ৩০০ শতাংশ বেড়েছে। বিক্রি বাড়ায় এ সময়ে সংস্থাটি রেকর্ড পরিমাণ মুনাফা পেয়েছে।
এসসিএমপির খবরে বলা হয়েছে, জানুয়ারি-জুন সময়ে বিওয়াইডির মুনাফা ৩৬০ কোটি ইউয়ানে (৫২ কোটি ডলার) উন্নীত হয়েছে। এ মুনাফার পরিমাণ গত বছরের প্রথমার্ধে ১১৭ কোটি ইউয়ানের তুলনায় তিন গুণ। এ সময়ে সংস্থাটি আয় ৬৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫০০ কোটি ইউয়ানে পৌঁছেছে। সংস্থাটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ ইউয়ানে (১৮ সেন্ট)। যেখানে ব্লুমবার্গের জরিপে বিশ্লেষকরা শেয়ারপ্রতি দশমিক ৪২ ইউয়ান মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।
চীনের কভিডজনিত কঠোর লকডাউনে বিওয়াইডির গাড়ি উৎপাদনও ব্যাহত হয়েছে। মার্চ ও মে মাসে দুটি প্রধান গাড়ি উৎপাদনের ঘাঁটি সাংহাই ও চ্যাংচুনে আংশিকভাবে উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছিল। তবে এ প্রতিবন্ধকতা সত্ত্বেও বছরের প্রথমার্ধে রেকর্ড মুনাফার দেখা পেয়েছে প্রতিষ্ঠানটি।
কম মূল্যের মডেল দিয়ে চলতি বছরের প্রথমার্ধে বাজার হিস্যা বাড়িয়ে তুলেছে বিওয়াইডি। এ সময়ে তিন লাখ ইউনিটেরও বেশি প্লাগ-ইন হাইব্রিড বিক্রি করেছে বিওয়াইডি। ইভি ও হাইব্রিড মিলিয়ে প্রতিষ্ঠানটি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রিতে বিশ্বের শীর্ষস্থান দখলে নিয়েছে।
ইউয়ান প্লাস স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও ডলফিন সাবকমপ্যাক্টসহ সংস্থাটির ইভি লাইনআপের মূল্য ১-২ লাখ ইউয়ানের (১৫-৩০ হাজার ডলার) মধ্যে সীমাবদ্ধ। তুলনামূলক কম মূল্য তরুণ গাড়ি ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়তা করেছে।
পরামর্শ প্রতিষ্ঠান সাংহাই মিংলিয়াং অটো সার্ভিসের প্রধান নির্বাহী চেন জিংঝু বলেন, বিওয়াইডির ইভি ও হাইব্রিডগুলো এখন উচ্চমানের গাড়ি হিসেবে চীনাদের কাছে ব্যাপকভাবে স্বীকৃত। সংস্থাটির নতুন মডেলের গাড়িগুলো গ্রাহকদের কাছে পয়সা উসুলের মতো বিবেচিত হচ্ছে।
টেসলার মডেল থ্রির প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত সেডান সিল মে মাসে উন্মোচন হওয়ার পর প্রায় ৬০ হাজার ক্রয়াদেশ পেয়েছে। ২ লাখ ৯ হাজার ৮০০ থেকে ২ লাখ ৮৬ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত মূল্যের এ গাড়ি এক চার্জে ৭০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। অন্যদিকে সাংহাইয়ের কারখানায় সংযোজন করা টেসলার বেসিক মডেল থ্রি গাড়ির দাম ২ লাখ ৭৯ হাজার ৯০০ ইউয়ান। যদিও গাড়িটি এক চার্জে ৫৫৬ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
বছরের প্রথমার্ধে শেনজেনভিত্তিক বিওয়াইডি বিশ্বজুড়ে ৬ লাখ ৪১ হাজার ইউনিট ইভি ও প্লাগ-ইন হাইব্রিড বিক্রি করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০০ শতাংশ বেশি। এ সময়ে মার্কিন ইভি জায়ান্টের ৫ লাখ ৬৪ হাজার ইউনিট গাড়ি বিক্রিকে ছাড়িয়ে শীর্ষ নির্মাতা হিসেবে স্থান করে নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। জানুয়ারি-জুন সময়ে বৈশ্বিক ইভি বাজারে বিওয়াইডির হিস্যা ২৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। ১৯৯৫ সালে ব্যাটারি নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত কোম্পানিটি ২০০৩ সালে গাড়ি তৈরি শুরু করেছিল। মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে-সমর্থিত বিওয়াইডি বিদ্যুচ্চালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়িতে মনোযোগ দিতে গত মার্চে পেট্রলচালিত যানবাহনের উৎপাদন বন্ধ করে দেয়।