যেখানে পার্থক্য গড়ে দিল আফগানরা
নাজিবুল্লাহ জাদরানের দৃষ্টি কি ভয়ংকর? নাহলে বাংলাদেশের বোলাররা এমন ঘাবড়ে গিয়েছিলেন কেন? আফগান এই ব্যাটার একাই হাঁকালেন ছয় ছক্কা। যাতে হাতের মুঠোয় থাকা ম্যাচ ছুটে গেলো টাইগারদের।
লক্ষ্য ১২৮ রানের। ১৪ ওভার শেষে আফগানিস্তানের রান ছিল ৩ উইকেটে মাত্র ৬৫। ৩৬ বলে তখনও দরকার ৬৩ রান। বাজি তখন পুরোপুরিই বাংলাদেশের পক্ষে। সেখানে দাঁড়িয়ে অবিশ্বাস্য ব্যাটিং করলেন নাজিবুল্লাহ।
১৫তম ওভারের পর ১৭টি বল খেলে ৬টি ছক্কা হাঁকান নাজিবুল্লাহ। এমনকি দলকে তিনি জয়ও এনে দিয়েছেন ছক্কাতেই। শেষ পর্যন্ত ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। স্ট্রাইকরেট ছিল ২৫২.৯৪!
ম্যাচ জেতানো ইনিংস খেলা নাজিবুল্লাহ জানালেন, শুরুর দিকে সেট হওয়ার জন্য কয়েকটি বল সময় নিয়েছিলেন। ছক্কা মারা যখন শুরু করেন, তখন আর বাউন্ডারির দিকে তিনি তাকাননি।
নাজিবুল্লাহ জাদরান বলেন, ‘উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি। সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম। আমি বাউন্ডারির দিকে তাকাই না। আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই।’