গুরু-শিষ্যের রোমাঞ্চকর লড়াই

স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে ফিরলেন পেপ গার্দিওলা। তবে এবার বার্সেলোনার হয়ে নয়, বরং প্রতিপক্ষ শিবির ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে এসেছেন বার্সার সাবেক এই কোচ। যেখানে মুখোমুখি হয়েছেন সাবেক শিষ্য জাভি হার্নান্দেজের বার্সেলোনা দলের।

বার্সার সাবেক গোলরক্ষক হুয়াল কার্লোস উনজুয়ের জন্য আয়োজিত এই প্রীতি ম্যাচে ফল আসেনি কোনো। গুরু-শিষ্যের এ লড়াইয়ে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গিয়ে পেনাল্টি থেকে গোল করে পরাজয় এড়ায় ম্যানচেস্টার সিটি।

এটি ছিল মূলত এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলেরোসিস) রোগের গবেষণার জন্য তহবিল জমা করার ম্যাচ। বছর দুয়েক আগে এএলএস রোগে আক্রান্ত হয়েছেন বার্সার সাবেক গোলরক্ষক ও কোচ উনজুয়ে। এখন পর্যন্ত এ রোগের কোনো কারণ বা প্রতিকার পাওয়া যায়নি।

প্রীতি ম্যাচ হলেও বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো বড় দুই দল খেলায় উত্তেজনার আবহ ছিল পুরো ম্যাচজুড়ে। পুরো ম্যাচে দুই দল মিলে গোলের জন্য শট করেছে ২৭টি, যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ১৫টি শট। যেখান থেকে দুই দল সমান তিনটি করে পেয়েছে ছয়টি গোল।

ম্যাচের ২১ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান আলভারেজ। আর্লিং হালান্ডকে বেঞ্চে রেখে পেপ গার্দিওলার আলভারেজকে নামানোর ভাবনা সঠিক প্রমাণিত হয়। তবে লিড বেশিক্ষণ ছিল না। ম্যাচের ২৯ মিনিটেই সমতা ফেরান পিয়েরে এমেরিক আউবেমেয়াং।

প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন ফ্রেংকি ডি ইয়ং। তবে চার মিনিট পরই স্কোরলাইন ২-২ করে ফেলেন ম্যান সিটির হয়ে গোল করে সমতা ফেরান কোল পালমার। আবার ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে লিড নেয় বার্সেলোনা।

এই গোলেই জিতে যেতে পারতো কাতালান ক্লাবটি। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে রীতিমতো নাটক করে পেনাল্টি আদায় করে নেন বদলি হিসেবে নামা হালান্ড। ডি-বক্সের ভেতরে আন্দ্রেস ক্রিশ্চেনসেনের সঙ্গে কোনোরকম সংঘর্ষ না হলেও, পড়ে যান হালান্ড, পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই সুবাদে ম্যাচের একদম শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়ে যায় ম্যান সিটি। যা কাজে লাগাতে ভুল হয়নি রিয়াদ মাহরেজের। পেনাল্টি থেকে সফল স্পট কিকে রোমাঞ্চকর লড়াইটি ৩-৩ গোলে শেষ করেন মাহরেজ। ম্যাচ শেষে অনেকক্ষণ একসঙ্গে কথা বলেন গার্দিওলা ও জাভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *