সবচেয়ে বড় গাড়ি সার্ভিস সেন্টার চালু করল ইফাদ
ভারতীয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড দেশের সবচেয়ে বড় গাড়ি সার্ভিস সেন্টার চালু করেছে।
এতে সব ধরনের বাণিজ্যিক গাড়ি সার্ভিসিংয়ের ব্যবস্থা রয়েছে। গতকাল নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইফাদের নিজস্ব জমিতে নতুন এ সার্ভিস সেন্টারটি উদ্বোধন করা হয়।
অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বিনোদ কে দেশারী এবং ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অশোক লেল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট অনুজ কাঠুরিয়া, ইফাদ অটোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কবির আহমেদসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ইফাদের সার্ভিস সেন্টারটিতে একই সঙ্গে ২২টি বাণিজ্যিক গাড়ি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অল্প সময়ে নিখুঁতভাবে সার্ভিসিং করা সম্ভব হবে। এছাড়া এখানে সেলস ও স্পেয়ার পার্টসের সুবিধাও পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফাদ অটোজের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ। তিনি বলেন, এটি দেশের প্রথম ২৪ ঘণ্টার সার্ভিস সেন্টার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এ সার্ভিস সেন্টার দেশের পরিবহন খাতে একটি বৈপ্লবিক সংযোজন।
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, নতুন এ সার্ভিস সেন্টারে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে সেবা দেয়া হবে। এজন্য এরই মধ্যে জার্মানি ও সুইজারল্যান্ড থেকে যন্ত্রপাতি আনা হয়েছে।
অশোক লেল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট অনুজ কাঠুরিয়া বলেন, ইফাদের সঙ্গে অশোক লেল্যান্ডের সম্পর্ক তিন দশকেরও বেশি সময়ের। ভারতের বাইরে বর্তমানে বাংলাদেশ অশোকের গাড়ির সবচেয়ে বড় বাজার। এখানকার বাজার ও গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে আমরা অবগত এবং সেভাবেই আমরা সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বিনোদ কে দেশারী বলেন, বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার। গত বছর অশোক লেল্যান্ডের সহযোগিতায় স্থাপিত ইফাদের গাড়ি সংযোজন কারখানায় বর্তমানে বছরে ৬০০টি গাড়ি সংযোজন হচ্ছে। আশা করছি, সামনের বছর এ সংখ্যা এক হাজারে উন্নীত হবে। এ দেশের বাজারে অশোক লেল্যান্ডের বিনিয়োগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কবির আহমেদ বলেন, এতদিন গাড়ির সার্ভিসিং নিয়ে সমস্যায় পড়তে হতো। কিন্তু নতুন এ অত্যাধুনিক সার্ভিস সেন্টার চালু হওয়ার ফলে সবাই উপকৃত হবেন।