প্রথমার্ধে মিসরে ইউএইর বিনিয়োগ ১৭০% বেড়েছে
স্টাফ রিপোর্টার
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মিসরে ইউএইর বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ১৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯০ কোটি ডলার বা ৬৯৮ কোটি দিরহাম। খবর অ্যারাবিয়ান বিজনেস।
মিসরীয় সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিসটিকস (সিএপিএমএএস) জানিয়েছে, ২০২১ সালের প্রথমার্ধে মিসরে ইউএই বিনিয়োগ করে ৭১ কোটি ২৬ লাখ ডলারের।
ইউএই ও মিসরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২২ সালের প্রথম প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ১১০ কোটি ডলারের তুলনায় বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।
সিএপিএমএএসের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ইউএইতে কর্মরত মিসরীয়দের কাছ থেকে রেমিট্যান্স আয় হয়েছে ৩৫০ কোটি ডলার, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ৩৪০ কোটি ডলার।