চীনে ইভি উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হুন্দাই মোটর

স্টাফ রিপোর্টার

চীনের বাজারে নিজেদের কৌশল ঢেলে সাজাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক হুন্দাই মোটর গ্রুপ। সাম্প্রতিক পরিকল্পনা অনুযায়ী বৃহত্তম এ গাড়ি বাজারে জেনেসিসের মতো বিলাসবহুল বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ করতে যাচ্ছে তারা। এক্ষেত্রে তাদের মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউর মতো কোম্পানির সঙ্গে টেক্কা দিতে হবে। বিজনেস কোরিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৬ সালে চীনের বাজারে ১১ লাখ ৪০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে হুন্দাই। তখন চীনের বাজারে তাদের হিস্যা দাঁড়িয়েছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। কিন্তু তার পরের বছরগুলোয় সেখানে গাড়ি বিক্রি কমতে থাকে। ২০১৭ সালে চীনে হুন্দাইয়ের গাড়ি বিক্রি ৭ লাখ ৮০ হাজার ও ২০২১ সালে ৩ লাখ ৮৫ হাজার ইউনিটে দাঁড়ায়। চীনে হুন্দাইয়ের প্রথম কারখানা বেইজিং ফ্যাক্টরি-১ স্থানীয় একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়। বৃহত্তম গাড়ি বাজারে কয়েক বছরে দুর্বল পারফরম্যান্সের পেছনে চীনা ভোক্তাদের সিউলবিরোধী মনোভাব প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিজনেস কোরিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, চীনের বাজারে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাকে সামনে রেখে রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী কেন্দ্র চালু করেছে হুন্দাই। ওই প্রদর্শনী কেন্দ্রে যেসব গাড়ি প্রদর্শন করা হচ্ছে, তার মধ্যে রয়েছে অল নিউ পলিস্যাড, দ্য ন্যাক্সো হাইড্রোজেন ও দি আই৩০ এন টিসিআর রেসিং কার।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম) জানায়, ২০২১ সালে চীনের বাজারে নতুন জ্বালানির বাহন (এনইভি) বিক্রি ১৫০ শতাংশ বেড়ে ৩৫ লাখ ২১ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। সম্প্রসারমাণ এ বাজারকে লক্ষ করে বিদ্যুচ্চালিত গাড়িতে জোর দেবে হুন্দাই মোটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *