ডলারের মান পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগ্রাসী মুদ্রানীতির সম্ভাবনার মধ্যে গতকাল ডলারের মান পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডলারের মান যেখানে বেড়েছে সেখানে ইউরোর মান পাঁচ সপ্তাহের সর্বনিম্নে দাঁড়িয়েছে। রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের ইউরোপে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণার পর পরই ইউরোর মান কমেছে। এদিকে সুদহার কমানোসহ মুদ্রানীতি শিথিলের বিভিন্ন উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনা মুদ্রা ইউয়ানের মান দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

ইউরোসহ প্রধান ছয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যসূচক গতকাল ১০৮ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, গত ১৫ জুলাইয়ের ১০৮ দশমিক ২৩ পয়েন্টের পর যা সর্বোচ্চ, গত এক সপ্তাহে ডলারের মান ২ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে, ২০২০ সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ মান বৃদ্ধি।

রিচমন্ড ফেড প্রেসিডেন্ট থমাস বারকিন বলেন, দ্রুত ও আগ্রাসী সুদহার বৃদ্ধির নীতি বাস্তবায়নে তাড়না অনুভব করছেন কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা।

মুদ্রাবাজার-সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২১ সেপ্টেম্বর ফেডের পরবর্তী বৈঠকে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হতে পারে। রয়টার্সের এক জরিপে একদল অর্থনীতিবিদের পূর্বাভাস, মন্দার শঙ্কা সামনে রেখে ৫০ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হতে পারে।

এদিকে গতকাল ফেডের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড বেড়েছে ৩ শতাংশ। গত ২১ জুলাইয়ের পর এই প্রথম বন্ডের ইল্ড বাড়ল।

জাপানের মুদ্রা ইয়েনের মান ডলারের বিপরীতে ১৩৭ দশমিক ৪০-এ দাঁড়িয়েছে, গত ২৭ জুলাইয়ের পর যা সর্বোচ্চ।

অনশোর ট্রেডিংয়ে ১ ডলারের বিপরীতে ইউয়ানের মান দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৩, যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর বেড়েছে। এছাড়া অফশোর ইউয়ানের মান ডলারের বিপরীতে ৬ দশমিক ৮৫-এ দাঁড়িয়েছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমানোর ঘোষণা অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করে।

এদিকে ইউরোর বিপরীতে ডলারের মান দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য শূন্য ৬ ডলার। ১৫ জুলাইয়ের পর ইউরোর বিপরীতে ডলারের মান সবচেয়ে শক্তিশালী। যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে ডলারের মান দাঁড়িয়েছে ১ দশমিক ১৮। এর আগে গত শুক্রবার ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ডলারের মান ছিল ১ দশমিক ১৭, যা পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

জার্মানিভিত্তিক বুন্দেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াকিম ন্যাজেল জানান, রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণায় জার্মান অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। জ্বালানি সংকট তীব্রতর হলে আসন্ন শীতে মন্দায় পড়তে পারে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটি। জার্মান ভাষার সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাত্কারে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

তবে তিনি এটাও বলেন, জার্মানিতে মন্দার আশঙ্কা সত্ত্বেও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে যাওয়া।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুদ্রার মানও ডলারের বিপরীতে কমেছে। গত শুক্রবার ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের মান ছিল দশমিক ৬৮৫। গতকালও তা প্রায় অপরিবর্তিত অবস্থায় দশমিক ৬৮৭ দাঁড়িয়েছে। গত সপ্তাহজুড়েই ডলারের বিপরীতে নিউজিল্যান্ড ডলারের মান দশমিক ৬১৭-এর আশপাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *