ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই
ভারতীয় ধনকুবের ও শেয়ারবাজারের ‘দ্য বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই। ৬২ বছর বয়সে থেমে গেছে শেয়ারবাজারে হার না মানা এই ব্যবসায়ীর জীবন।
রোববার (১৪ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। রাকেশ বার্ধক্যজনিত সমস্যাসহ একাধিক রোগী ভুগছিলেন।
১৯৮৫ সালে শেয়ারবাজারে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। রাকেশ ঝুনঝুনওয়ালার গল্পটা বেশ মজার। তিনি শেয়ার ব্যবসা শুরু করেন যখন তিনি কলেজে ছিলেন।
তিনি একজন ব্যবসায়ী এবং একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট উভয়ই ছিলেন। ভারতের অন্যতম এই ধনী ব্যক্তি হাঙ্গামা মিডিয়া এবং অ্যাপটেকের চেয়ারম্যানের। পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া এবং জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের একজন পরিচালক।
কদিন আগেই তার পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান চালু হয়। বলা হয়, রাকেশ শেয়ারবাজারে বিনিয়োগে কখনই ভুল করতেন না। তিনি যেখানেই বিনিয়োগ করতে লাভের মুখ দেখতেন।