সদরপুর থানায় ন্যাশনাল ব্যাংকের উপশাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সহজলভ্য করতে সম্প্রতি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফরিদপুর জেলার সদরপুর থানায় উপশাখার যাত্রা শুরু করে।

উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন।

এসময় তিনি বিশেষভাবে স্মরণ করেন ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপশাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *