দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক থেকে শীর্ষস্থান দখলে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিস এ কথা জানিয়েছে।
গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলোর রফতানি বাড়ার কারণে প্রযুক্তি জায়ান্টটি এ লক্ষ্য পূরণের সক্ষমতা অর্জন করতে পেরেছে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ২৭ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারজাত করা হয়েছে। এর মধ্যে স্যামসাং একাই ছয় কোটি ইউনিট সরবরাহ করেছে।
স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, স্যামসাং সবসময় ক্রেতাদের জন্য সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে আসতে চায়, যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আরো বেশি উৎসাহিত করে। এ লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করায় ক্রেতাদের ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতেও ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রযুক্তি নিশ্চিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।