মালয়েশিয়ায় পাম অয়েলের দাম কমেছে ৫ শতাংশের বেশি

স্টাফ রিপোর্টার

টানা দ্বিতীয় দিনের মতো কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। গতকাল বাজার আদর্শটির দাম ৫ শতাংশেরও বেশি কমে যায়। মূলত ইন্দোনেশিয়া রফতানি শুল্ক কমিয়ে অপরিশোধিত পাম অয়েলের প্রতিযোগিতামূলক মূল্যনির্ধারণ করায় বাজারদরে নিম্নমুখী প্রভাব পড়েছে। এছাড়া রফতানি কোটা বৃদ্ধিও দাম কমার পেছনে ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের মূল্য স্থির হয়েছে টনপ্রতি ৩ হাজার ৮৪১ রিঙ্গিত বা ৮৬২ ডলার ৫৬ সেন্ট, যা আগের কার্যদিবসের তুলনায় ৫ দশমিক ৩৯ শতাংশ কম।

ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসদালিফুল্লাহ মাখমুদ বলেন, ইন্দোনেশিয়া প্রতি টন পাম অয়েলের প্রতিযোগিতামূলক দাম কমিয়ে ৮৭২ ডলার ২৭ সেন্ট নির্ধারণ করেছে। এতে পণ্যটির রফতানি শুল্ক কমেছে। এ কারণে মালয়েশিয়ান পাম অয়েলের তুলনায় ইন্দোনেশিয়ান পাম অয়েল অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ। ডিএমও নীতিমালার অধীনে রফতানিকারকদের যে পরিমাণ পাম অয়েল স্থানীয় বাজারে বিক্রির বাধ্যবাধকতা রয়েছে তা শিথিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রফতানিকারকরা স্থানীয় বাজারের তুলনায় নয় গুণ বেশি পাম অয়েল রফতানি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *